Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বঙ্গবন্ধু কর্নার

মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বিশ্বজুড়ে আয়োজিত হচ্ছে নানা কর্মসূচী ও নানা উদযাপন অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মুজিববর্ষ উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে বাহিনীর সকল রেঞ্জ, ব্যাটালিয়ন ও জেলা কার্যালয়ে ‘‘বঙ্গবন্ধু কর্নার’’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে বরিশাল আনসার-ভিডিপি রেঞ্জ কার্যালয় এ  ‘‘বঙ্গবন্ধু কর্নার’’ স্থাপন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অভিপ্রায়ে সৃষ্ট এ ‘‘বঙ্গবন্ধু কর্নার’’ -এ রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, দর্শন ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা গ্রন্থ ও ডকুমেন্টারি, রয়েছে ইতিহাসের স্বাক্ষ্য হিসেবে নানান আলোকচিত্র। বাংলাদেশ আনসার ও ভিডিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে এই উদ্যোগ তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাচরন ও আদর্শ সম্পর্কে শুধু ধারনাই দিবে না বরং বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার অনুপ্রেরনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।




ভিজিটর নম্বর


web counter